দলের কোচ মমতা বেবেনসহ নরসিংদী ও নেত্রকোণা জেলা ক্রীড়াসংস্থার কর্মকর্তাগন।
ঢাকা উত্তর অঞ্চলের নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর ও নেত্রকোণা জেলা প্রমিলা ক্রিকেট দল এই টুর্নামেন্টে
অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় নেত্রকোনা ও নরসিংদী জেলা দল। খেলায় নরসিংদী জেলা দল নেত্রকোনা জেলা দলকে ১৮১ রানে পরাজিত করে। টসে জিতে নরসিংদী জেলা দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৫ রান করে। জবাবে নেত্রকোনা জেলা দল ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৩৪ রান করে। নরসিংদী জেলা দলের জেসি বল হাতে ৭ উইকেট নেন ও ব্যাট হাতে শাহনাজ করেন
সর্বোচ্চ ৮৮ রান।
পোষ্ট : বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ১০ : ১৫৮ মিনিট, ২২ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment