বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মাঠে নামছে
নেত্রকোণার আলো স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ মাঠে
নামছে আজ রাতে লা লিগায়। তবে দু দল মুখামুখি লেখছে না, বাংলাদেশ সময় রাত ১১ টার খেলায় বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে খেলবে সেল্টা ভিগো এবং রাত ১ টায় রিয়াল মাদ্রিদ খেলবে জারাগোজার বিপক্ষে।
আজ রাতে খেলা এই সাথে মেসি আর রোনালদোর
নৈপুন্য দেখার অপেক্ষায় ফুটবল
প্র্র্র্রেমীরা।
এদিকে এ মৌসুমে ১৩ গোল করে শীর্ষস্থানে রয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা মেসি। ১১ গোল করে তার পরেই অবস্থান নিয়েছেন রোনালদো। রিয়ালেরই আরেক তারকা খেলোয়াড় হিগুয়েন রয়েছেন পঞ্চম স্থানে।
পোষ্ট : বাংলাদেশ সময় : শনিবার দুপুর ২: ১০ মিনিট, ০৩ নভেম্বর, ২০১২।
No comments:
Post a Comment